এহসান রানা, ফরিদপুর প্রতিনিধিঃ
আসন্ন ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক অ্যাড জামাল হোসেন মিয়া।
সোমবার দুপুরে সালথা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
ফরিদপুরের সালথা উপজেলা নির্বাচন অফিসে অ্যাড জামাল হোসেন মিয়া মনোনয়নপত্র জমা দিবেন এমন খবরে সালথা উপজেলা পরিষদ চত্ত্বর ও আশপাশের এলাকায় সকাল থেকে তার কর্মী সমর্থকরা এসে জড়ো হতে থাকে। জন সমাবেশ একসময় জনসমুদ্রে পরিনত হয়। বিশাল গাড়ি বহর নিয়ে জনসমুদ্রের মাঝ দিয়ে অ্যাড জামাল হোসেন মিয়া মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, সাবেক চেয়ারম্যান আশরাফ আলী লিটু, গট্টি ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, বল্লভদী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, খোরশেদ খান, মোঃ ফরিদ হোসেন, নায়েজ হোসেন, জাহিদ হোসেন, আব্দুর রহমান, দুলাল কাজী সহ তার নির্বাচনী এলাকার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসনটি শূন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় সোমবার (১০ অক্টোবর), যাচাই-বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর। ভোটগ্রহণ হবে আগামী ৫ নভেম্বর।
এমআই