নিজস্ব প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবি ও বহিরাগতদের দিয়ে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ সকাল ৯টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন জনরন সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট লেগে যায়। দুপুরেও শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল।
শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবি করে আসছিলেন শ্রমিকরা। এ দাবিতে গতকাল বিকেল থেকে কারখানার ভেতরে তারা আন্দোলন করতে থাকেন।
সেসময় মোটরসাইকেলে করে বহিরাগতরা এসে শ্রমিকদের ওপর হামলা করে। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।
পরে আজ সকালে প্রথমে জামগড়া এবং পরে নিশ্চিন্তপুরে কারখানাটির সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ।
সময় জার্নাল/এলআর