এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নগরকান্দা বাজারে ভবন নির্মাণে বাধা দান করেছে বলে অভিযোগ করেছেন নির্মাণাধীন ভবনের মালিক মোঃ ওলিউর রহমান গংরা ।
সরেজমিনে নগরকান্দা বাজারে গেলে ওলিউর রহমান, আশিকুর রহমান , নাজমুল , আনোয়ার হোসেন রা জানান , গত ৬/৮/২২ ইং তারিখে অনুমোদন নিয়ে এবং পৌরসভার নিয়ম মেনে সাম্প্রতি আমরা নির্মাণ কাজ শুরু করি । হঠাৎ গত মঙ্গলবার ( ১১ই অক্টোবর ) আমাদেরকে কোন নোটিশ প্রদান না করেই নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু ঘটনাস্থলে এসে লোকজন নিয়ে আমাদের ভবনের পিলারের রড কেটে ফেলে এবং নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন । আমরা বাধা প্রদান করলে আমাদের সাথে দুর্ব্যবহার ও ভয় ভীতি দেখান । আমরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জমিটুকু মেপে দেবার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু তিনি তা করেননি।
এলাকার বীর যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জানান , ওলিউর রহমান নিয়ম কানুন মেনেই ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন ।
নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার জানান , আমি পৌরসভার কর্মকর্তা – কর্মচারীদের নিয়ে সীমানা মাপ দিয়ে ওলিউর রহমানকে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছি । তিনি আরো জানান , উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবন নির্মাণে বাধা দেওয়ার কোন এখতিয়ার নেই । কোন ত্রুটি থাকলে তাহা পৌরসভা কর্তৃপক্ষ যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে ।
ভবন নির্মাণে বাধা প্রদান বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম রাজী টুলু বলেন , ওলিউর রহমানের ভবন নির্মাণের জমিতে দুই দাগে .১৭৫ সরকারী জমি রয়েছে ।
ঐ জমি উদ্ধার করার জন্য আমি গিয়েছিলাম এবং মাপ দিয়ে কাজ শুরু করতে বলেছিলাম অনেকবার , তারা তা করেননি । তিনি আরো জানান , আমি ওলিউর রহমান গং এর কারো সাথেই দুর্ব্যবহার , ভয় ভীতি দেখায়নি । তাদের অভিযোগ মিথ্যা ।
সময় জার্নাল/এলআর