এম.পলাশ শরীফ, জেলা প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালী, আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীর পিতা ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, ওসি মো. সাইদুর রহমান, শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে কবিতা, রচনা ও কুইচ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক শারমীন আক্তার।
এমআই