মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা : জেলার তালা উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ভাট শ্রমিক নিহত ও আরো কমপক্ষে ১০জন আহত হয়েছে। শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাট শ্রমিক হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবু বাক্কারের ছেলে মুন্না (২৫) ও একই এলাকার মৃত বসার গাজীর জামাতা শফিকুল ইসলাম (৩৪)।
জানা যায়, একটি পিকআপে করে ২০/২২ জন ইটভাটা শ্রমিক শরিয়তপুর এলাকার ইটভাটা থেকে কাজ শেষে গ্রামর বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে ফিরছিল। পতিমধ্যে ভোর রাত সাড়ে ৩ টার দিকে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইটভাটা শ্রমিকদের বহনকারি পিকআপটি রাস্তার উপর উল্টে যায়। এসময় মুন্না ও শফিকুল ঘটনাস্থলেই নিহত হয়।
এঘটনায় আহত হয় আরো কমপক্ষে ১০ জন। আহত ১০ জনকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাইওয়ে পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মজুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/এমআই