সময় জার্নাল প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর, চাঁদগাও, বহদ্দারহাট ও মুরাদপুরসহ বিভিন্ন উপজেলার সহস্রাধিক অসহায় গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র।
গবেষণা কেন্দ্রের গভর্নিং বডির সভাপতি, পলিটিক্যাল ইকোনমিস্ট অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের সহযোগিতায় শনিবার (১৭ এপ্রিল) এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে দুই কেজি চাল, এক কেজি ছােলা ও তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।
এ সময় উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি, তথ্যপ্রযুক্তিবিদ ও চট্টগ্রাম-২(ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. ফয়সাল কামাল চৌধুরী।
বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও গরীববান্ধব অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ জানান, প্রথম ধাপে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
সময় জার্নাল/শাহ্ আলম