মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপে বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন কে বিশেষ সম্বর্ধনা জানান মালদ্বীপের প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপের রাজধানী মালে ৬৬ রেস্টুরেন্টে (২৬ অক্টোবর ২০২২) বুধবার স্হানীয় সময় দুপুর ১২ঃ৩০ মিনিট, বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দুলাল হোসেন ভিউ কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড উদ্যোগে সম্বর্ধনায় জন্মদিনের উইশ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী সুজান।
প্রবাসী সোশ্যাল ওয়ার্কার এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিউ কন্সট্রাকশন প্রা.লি.'র চেয়ারম্যান দুলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ আ'লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স এর কর্নেল আহমেদ ইব্রাহীম, ও সার্জেন্ট নিছাম আহমেদ।জাপানি বংশোদ্ভূত বাংলাদেশ ফুটবল দলের মাতসুসিমা সুমাইয়া, মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ ফাতেমা-তুজ জোহরা, মালদ্বীপের নারী ফুটসাল লিগ ধিবেহি সিফাইং ক্লাবের অধিনায়ক জাহিয়া, এনবিএল মানি ট্রান্সফার প্রা.লি.'র ডিরেক্টর হান্নান খান কবির, মালদ্বীপ আ'লীগের যুগ্ম-সম্পাদক নুরে আলম রিন্টু।
অনুষ্ঠানে বক্তরা সাফ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এর সম্বর্ধনায় জন্মদিনের উইশ করে প্রংশিত হয়ে উল্লেখ করেন জীবন বৃত্তান্ত, সাবিনা খাতুনের (জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৩সাতক্ষীরা জেলা,একজন বাংলাদেশী পেশাদার মহিলা ফুটবলার। যিনি বাংলাদেশ মহিলা ফুটবল লীগ ক্লাব বসুন্ধরা কিংস মহিলা এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে ফরোয়ার্ড হিসাবে খেলেন, বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কত্ব করছেন।
উল্লেখ্য সাফ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন মালদ্বীপে বাংলাদেশী প্রবাসীরা তাদের কর্মের পাশাপাশি ফুটবল কে এতো টা ভালোবাসে তিনি জানতেন না, তিনি বলেন আমি আমাদের মাতৃভূমির জন্য নিজের জীবন উৎসর্গ করলাম আপনাদের এই ভালোবাসা পেয়ে।
পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে সাবিনা খাতুন এর জন্মদিনের উইশ করে কেক কেটে,মধ্যাহ্নভোজে আপ্যায়িত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
সময় জার্নাল/এলআর