আন্তর্জাতিক ডেস্ক:
২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অটল থাকার ঘোষণার মধ্য দিয়ে বুধবার আলজেরিয়ার আয়োজিত দু'দিনের আরব শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করা হয় এবং সিরিয়া সঙ্ঘাতের রাজনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়।
চূড়ান্ত ইস্তেহারে আরব নেতারা ফিলিস্তিনি জনগণের অপরিহার্য অধিকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করা হয়।
নেতারা জোর দিয়ে বলেন যে তারা ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি তারা অটল থাকবেন। এতে বলা হয়েছে যে আরব দেশগুলো ইসরাইলকে পূর্ণ কূটনৈতিক সমর্থন দেবে এবং এর বিনিময়ে ইসরাইল ১৯৬৭ সালের অধিকার করা সকল আরব ভূমি থেকে প্রত্যাহার করবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।
তারা ইসরাইলি লঙ্ঘনের বিরুদ্ধে জেরুসালেম নগরী এবং এর পবিত্র স্থানগুলো রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।
'আলজেরিয়া ঘোষণা' নামে চূড়ান্ত বিবৃতিতে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদ লাভে ফিলিস্তিনিদের প্রয়াসের প্রতিও সমর্থন ব্যক্ত করা হয়।
আরব নেতারা বৈধ ইয়েমেনি সরকারের প্রতি গুরুত্বরোপ করে এবং সিরিয়ার রাজনৈতিক সমাধানের জন্য আরব সম্মিলিত উদ্যোগের আহ্বান জানায়।
পরবর্তী আরব শীর্ষ সম্মেলন হবে সৌদি আরবে।
সময় জার্নাল/এলআর