স্টাফ রিপোর্টার:
ডেঙ্গুতে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এবছরে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। এটা এবছর সর্বোচ্চ। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১৬১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রেকর্ড সংখ্যক ৮৮২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৬ জনে। চলতি বছরে ৪০ হাজার ৯৮৩ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৭ হাজার ৬৪৬ জন রাজধানী ঢাকায় এবং ১৩ হাজার ৩৩৭ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।
আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৮ জন এবং ঢাকার বাইরে ৩৮৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৮২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৬ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪০০ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩রা নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৪০ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩৭ হাজার ১৪৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬১ জনের মৃত্যু হয়েছে।
এমআই