ক্রীড়া প্রতিবেদক:
ফিফকো ওয়ার্ল্ড করপোরেট চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে লায়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক ইমরানুর রহমানের অধিনায়কত্বে বাংলাদেশ থেকে নয় সদস্যের দল গেছে আরব আমিরাতে।
দুবাই স্পোর্টস সিটির ইন্সপায়ারেটাস স্পোর্টস ডিস্ট্রিক্ট মাঠে টুর্নামেন্টের সি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও নাইজেরিয়া। ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটায় দিনের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। রাত সাড়ে দশটায় নাইজেরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।
পরদিন বেলা সোয়া তিনটায় স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে লড়বেন লাল সবুজের খেলোয়াড়রা। টুর্নামেন্টে চার গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে।
এমআই