সৌরভ দে নয়ন:
এই মানুষ-টা না জন্মালে হয়তো আমরা স্বাধীনতা-ই পেতাম না অথবা হয়তো প্রতীকী স্বাধীনতা পেতাম কিন্তু বাংলাদেশ নামক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না।
হুম, এ কথা সত্যি যে স্বাধীনতা রক্ত দিয়ে অর্জন করতে হয় কিন্তু শুধুমাত্র রক্ত দিলে-ই কি অর্জন করা যায় স্বাধীনতা? প্রয়োজন হয় না দক্ষ নেতৃত্বের?প্রয়োজন হয় না তাজউদ্দীন আহমেদ" এর মতো একজন ত্যাগী,আপোষহীন দক্ষ নেতার?
যুদ্ধের সময়-টাতে ও যখন আওয়ামিলীগ এর অনেক নেতা-ই নিজ স্বার্থের মোহ ত্যাগ করতে পারেন নি ঠিক তখন-ই একই পরিস্থিতিতে তিনি ত্যাগ করেছিলেন নিজের স্ত্রী-সন্তানদের সঙ্গ।
তাঁর প্রশ্ন ছিল, "আমার সৈনিক রা যদি সংসার ধর্ম পালন করতে না পারে তবে আমি তাদের নেতা হয়ে কিভাবে সংসার ধর্ম পালন করবো?"
এই চেতনার উৎস দেশপ্রেম, এই চেতনার উৎস মাতৃভূমির প্রতি ভালোবাসা।মুক্তিযুদ্ধ কালীন তার নেতৃত্ব গুন ও চিন্তার প্রসারতা-ই আমাদের স্বাধীনতা-কে করেছে আরও বেগবান, বিজয়-কে করেছে ত্বরান্বিত।
প্রয়াত এই নেতার আদর্শ অনুসরণ করে এগিয়ে যাক বাংলাদেশ এই প্রার্থনা-ই পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট।
লেখকঃ শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।