বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ভারতের প্রতি আইসিসির পক্ষপাতের অভিযোগের জবাব দেন বিসিসিআই সভাপতি

শুক্রবার, নভেম্বর ৪, ২০২২
ভারতের প্রতি আইসিসির পক্ষপাতের অভিযোগের জবাব দেন বিসিসিআই সভাপতি


সময় জার্নাল ডেস্ক:


অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে ভেজা মাঠে খেলতে চাননি সাকিব আল হাসান। কিন্তু সাকিবের কথায় কর্ণপাত করেননি আম্পায়াররা। বাংলাদেশ ম্যাচটা হারার পর মুখ খোলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।


‘আইসিসি ভারতকে সেমিফাইনালে তুলতে চায়’—এমন মন্তব্য করেন আফ্রিদি। এবার তাঁর অভিযোগের জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি।


ভারতের ৬ উইকেটে ১৮৪ রান তাড়া করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টি নামায় বন্ধ হয় খেলা। বৃষ্টি শেষে খেলা পুনরায় শুরু হলে ডাকওয়ার্থ–লুইস নিয়মে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। মাঝে ৫২ মিনিট বৃষ্টির পর খেলা কি দ্রুতই শুরু করা হয়? মাঠ কি তখন প্রস্তুত ছিল? এসব প্রশ্ন উঠছে।


সাকিব আরেকটু সময় নিয়ে মাঠ খেলার জন্য প্রস্তুত করতে বলেছিলেন। আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে কথাবার্তায় অসন্তুষ্টও মনে হয়েছিল সাকিবকে। এ ছাড়া বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে লিটন দাসের দুবার পা পিছলানোও প্রমাণ করে, মাঠ তখনো ভেজা ছিল। ৭ ওভার শেষে যখন বৃষ্টি নামে, খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জিতে যেত বাংলাদেশ।


সে ক্ষেত্রে সেমিফাইনালে ওঠার সমীকরণ অনেকটাই কঠিন হয়ে যেত ভারতের। এমনিতেই ভারতকে আইসিসি বাড়তি সুযোগ দেয়, এমন কথা ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যায়। তাই এ ঘটনার পর অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন।


বৃষ্টি থামার পর বাংলাদেশ ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৭৯ রান। সব মিলিয়ে ৬ উইকেটে ১৪৫ রান তুলে বাংলাদেশ হারে ৫ রানে। ভারতের বিপক্ষে বাংলাদেশের হারে সেমিফাইনালের দৌড়ে আরও পিছিয়ে পড়ে পাকিস্তানও। তাই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এ ঘটনা নিয়ে বেশ সরব।

বিসিসিআই সভাপতি রজার বিনি

বিসিসিআই সভাপতি রজার বিনিফাইল ছবি: এএফপি


দেশটির সংবাদমাধ্যম সামা টিভিতে আফ্রিদি বলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিলেন। ক্রিকেট–বিশ্ব জানে, তাঁরাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’


গত মাসেই বিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জেতা রজার বিনি।আফ্রিদির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সংস্থা এএনআইকে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তাই ওই অভিযোগের কোনো জায়গাই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।’



এসএম



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল