'বিনীত নিবেদন'
যতোটা কষ্ট নিতে পারি না তার চেয়ে বেশি দাও,
যতোটা ভালোবাসতে পারিনা তার চেয়ে বেশি চাও!
আমি শাপলা ফুলের মতো গভীর জলে
হাবু ডুবু খাওয়া, অনেক কষ্টে বেঁচে যাওয়া উদ্ভিদ।
আমাকে দেখে মুগ্ধ হলেও হতে পারো;
অথচ তোমার একাকী জীবনের নিদারুন নি:সঙ্গতায়
আমি তোমার সঙ্গী হতে পারিনা!
ব্যর্থতা তোমার না আমার, কে জানে-
আমি নরকের বাজারে দুখের ফেরিওয়ালা ;
সুখের বাজারে যাইনা অনেক দিন।
ভালোবাসার বাজারও মন্দা, সব অবিশ্বাসী খদ্দের!
এখন প্রতিকূল সময়
ভালোবাসায় বিনিয়োগ ঝুকিপূর্ণ। বিনীত নিবেদন এই যে,
আমাকে ভালোবাসার সকল জটিলতা থেকে মুক্তি দেয়া হোক।
'ফিনিক্স পাখির মতো বেঁচে উঠি'
যদি আচমকা দমকা বাতাসে হেলেপড়ি আবার সোজা হয়ে দাঁড়াই
যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র কাবু করতে চায়
আমি বুঝে ফেলি শত্রুর নীল নকশা।
আমি ফিনিক্স পাখির মতো বেঁচে উঠি আগুন থেকে, অবহেলা থেকে ।
আমি আবারো উড়ে যাই স্বপ্নের দেশে আবারো স্বপ্ন দেখি;
যতোবার পড়ে যাই, উঠে দাঁড়াই আবারো
ততোধিক আত্মবিশ্বাসে আকাশ দেখি,
স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার।
আবারো জেগে উঠবো,
আবারো পেয়ে যাবো যা কিছু পাইনি।
আবারো আনন্দ হবে, আবারো হাসবো;
একদা যেভাবে হাসতাম।
যাকিছু চলে গেছে যাক, যাকিছু পাইনি সে থাক।
আবারো পেয়ে যাবো চাওয়ার চেয়ে বেশি