এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়ে গ্রামবাসীকে অত্যাচার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ফরিদপুরে। সদর উপজেলার মল্লিকপুর বাজারে বুধবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগীরা অংশ নেন।
এসময় ওই পরিবারের বিরুদ্ধে সরকারী স্কুলের জমি, নিরীহ গ্রামবাসীর জমি দখল, টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে না দেয়ার অভিযোগ করেন ভুক্তভুগীরা।
মানববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী ফকির সহ ওই গ্রামের প্রবীণ ব্যক্তিরা অভিযোগ করেন, মল্লিকপুরের আজিজ মিজি কখনোই মুক্তিযোদ্ধা ছিলোনা। কিন্তু বীর মুক্তিযোদ্ধা গেজেটে তার নামভুক্ত করা হয়েছে। তারা তালিকা থেকে তার নাম বাতিলের দাবি জানান।
তাদের অভিযোগ, নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে মিজি ফকির তার জীবদ্দশায় গ্রামবাসীর উপর অত্যাচার নির্যাতন করে। এখন তার মৃত্যুর পরে তার ছেলে বেলায়েত ও পরিবারের সদস্যরাও একইভাবে অত্যাচার চালাচ্ছে। তারা পাশ্ববর্তী মাধবপুর স্কুলের পুকুরসহ জমি দখল করে আছে, নিরীহ গ্রামবাসীর জমি জোরপূর্বক দখল করে আছে। কিছু বলতে গেলে হামলা মামলার শিকার হতে হয় বলে অভিযোগ মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীর।
সময় জার্নাল/এলআর