"শেষবেলায়"
গুছানো সংসারে শুধু আমি অবহেলিত,
আমার ব্যথায় এখন আর কেউ হয় না ব্যথিত।
আমার কেনো আসতে হলো পরিবার ছেড়ে,
কতটা ভালো আছো তোরা আমার সুখ মেরে।
তুমি যেদিন দেখেছিলে দুনিয়ারি আলো,
ভাবিনি কখনো বৃদ্ধাশ্রমে থাকতে হবে ভালো।
কত শ্রম অনেক মায়া ব্যথা পেয়েছি ব্যথায়,
এখন নাকি সময় নষ্ট আমার সাথে কথায়।
দিয়েছি সুখ নিয়েছি দুঃখ তোমাদের পালনে,
শক্তি হয়েছে বুদ্ধি হয়েছে বুঝি তোমাদের বলনে।
মুখের দিকে তাকিয়ে যখন দিতে মিষ্টি হাসি,
দিনগুলো আজিকে বাবু মনে পড়ে খুব বেশি।
কি যে ব্যাকুল ছিলাম আমি তোমার অসুস্থতায়,
এসব কথা মনে আছে নাকি এত ব্যস্ততায়।
হঠাৎ করেই বড় হলি আমার চোখের সামনে,
তখনো কি আদর দিয়েছি ভুলি আমি কেমনে।
শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি করলো কেমন মানুষ,
এখন শুধু খুঁজে বেড়াও আমাদেরই দোষ।
তুমি যে আমার খোকা মনি খোরাক হৃদয়ে,
সময় থাকলে আসিস কিন্তু চির বিদায়ে।
উপদেশ হিসাবে বলে যাই শুধু শেষ বেলার কথা,
সন্তানকে শিক্ষা দিও পিতা-মাতার মমতা।
লেখক: প্রভাষক, ইংরেজি বিভাগ, সুবিদখালী সরকারি কলেজ, মির্জাগঞ্জ, পটুয়াখালী।