অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন :
প্লিজ, বাংলাদেশকে ছোট করবেন না!
দেশে ৮০ হাজারের এর মত ডাক্তার আছে, তার মধ্যে ৩০ হাজারের মত সরকারী। বাকি ৫০ হাজারের মধ্যে কজনের আইডি কার্ড আছে? বঙ্গবন্ধুর অধিকাংশ ডাক্তারেরই ব্যক্তিগত আইডি কার্ড নাই। তাহলে? এই ৪০-৫০ হাজার ডাক্তার কি লকডাউনে ঘরে বসে থাকবে?
ডাক্তার চেনা অনেক কঠিন? বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে ডাক্তারের কেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে নিলেই তো জানা যায়, ইনি ডাক্তার কি না। তবে?
লকডাউনে পুলিশী নির্যাতনের যত ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, তাতে বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি কী হচ্ছে, হুশ আছে? এটা আমার-আপনার ব্যক্তিগত কোন ব্যাপার না। দিনের শেষে বাংলাদেশকে ছোট করার অধিকার কেউ কাউকে দেয় নি।
সাধু সাবধান!
লেখক :
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চেয়ারম্যান, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবলিটি (এফডিএসআর)।
সময় জার্নাল/ইএইচ