শুধু মানুষ হতে চাই
আমি কিছুই হতে পারিনি কখনো
হয়তো কিছু হতেই চাইনি।
নদীর উপর ভেসে যাওয়া নৌকার মতো হবো ভেবেছিলাম কোন এক সময়ে
সমুদ্র দেখার পর জাহাজ হবো বলেই ঠিক করলাম
হবোই যখন, নৌকা কেন, জাহাজই ভালো।
মাঝে অবশ্য একবার পাহাড় দর্শনে গিয়েছিলাম
তখন সব ফেলে পাহাড়কেই মনে ধরলো।
ধীর। স্থির। অটল। অবিচল।
সিদ্ধান্তহীনতায় কিছু্ই হওয়া হলো না
না নৌকা, না জাহাজ, সমুদ্র বা পাহাড়।
খুব সকালে দু'টো কোকিলকে বাগানে দেখতাম
তখনো পৃথিবী ঘুমিয়ে, শুধু ওরা জেগে গল্প করে
ওদের একজনের মতো মানুষ হলে ভালোই হতো।
কুহু-কূজনে সময় যেতো কেটে।
আবার রোজ সন্ধ্যায় দেখছি একঝাঁক টিয়া
নীড়ে ফিরে আসে একসাথে, একসময়ে।
মন্দ হতোনা টিয়ার মতো হলে
যেখানেই যাই, ফিরতাম সদলবলে।
সব ভাবনা ফেলে একসময় মানুষের মতো মানুষ হবো-
এটাতেই এসে স্থির হলাম।
আর কিছু হই বা না হই
ছোটখাটো একটা মানুষই হবো।
চলনে-বলনে মানুষ।
চিন্তা-চেতনার মানুষ।
গন্তব্য যখন সুনিশ্চিত
কি আশ্চর্য সুন্দর জীবন আমাদের!
যেতেই হবে, আজ কিংবা কাল!
তবুও এত মোহ, তবুও এত মায়া।।
তবুও সারাক্ষণ রক্ষা করবার চেষ্টা,
এই মিথ্যা বেড়াজাল।
অনন্ত কালের এই যাত্রায় -
এড়িয়ে যাবার কোন পথ কারে জানা নেই,
এক সেকেন্ডের ভরসা নেই,
বড়ো ছোটোর ধারাবাহিকতা নেই,
ধনী-গরীবের ব্যবধান নেই,
কারো মতামতের গুরুত্ব নেই,
ধরে বেঁধে রাখবার কোন উপায় নেই,
কে কাকে ছেড়ে যাবে, তা জানা নেই,
কে আগে কে পরে, তাও জানা নেই,
প্রেম দিয়ে বেঁধে রাখার উপায় নেই,
ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরবার পথ নেই,
ভয় পেয়ে পালাবার পথ নেই,
ঘৃণা করে দূরে ঠেলবার উপায় নেই,
পালিয়ে যাওয়ার জায়গা নেই,
দূরে যাওয়ার পথ নেই,
আসলে আমাদের হাতে কিছুই নেই।
অনিবার্য যখন, আসবেই তা যেন যখনতখন;
তাই আছো যতোক্ষণ,
হেলাফেলায় করবেনা কালক্ষেপন
একটু প্রস্তুতি রেখো চলে যাবার,
বিলিয়ে দাও, যা আছে দেবার।
কিছুই যাবে না সাথে,
সব কিছুই রেখে যেতে হবে,
শুধু তুমি কেমন মানুষ ছিলে,
এটাই কেবল বলবে লোকে।
লাভ কি বলো লোভ-লালসায়;
হিংসা, বিবাদ বা ক্রোধ, কামনায়!?
তার চেয়ে চলো ভালোবাসি,
ছড়িয়ে দিই আাশার আলো,
যতোক্ষণ আছি, দূর করি সব অন্ধকার,
গন্তব্য যখন কেবলই পরপার।