রাইসা মেহজাবীন:
তরুণদের সংসদীয় গণতন্ত্রের প্রতি তরুণদের উদ্বুদ্ধ করতে গত ১৭ নভেম্বর ২০২২ সুনামধন্য আন্তর্জাতিক যুব প্ল্যাটফর্ম ইয়ুথ পার্লামেন্টের এর ২৪ জন যুব সংসদ সদস্য মহান জাতীয় সংসদ পরিদর্শন করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের অনুমতিক্রমে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণেরা জাতীয় সংসদের লাইব্রেরি, অধিবেশন কক্ষ, ক্রিসেন্ট লেক, দক্ষিণ প্লাজা এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন। লাইব্রেরিতে সংগ্রহে থাকা ১৯৭৪ থেকে বর্তমান পর্যন্ত প্রায় সকল পত্র পত্রিকার বিশাল সংগ্রহ ইয়ুথ পার্লামেন্ট এর তরুণদের বিমোহিত করে। দেশের অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক এ গ্রন্থাগারে তরুন প্রতিনিধিদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর প্রথম হস্তলিখিত সংবিধান দেখানো হয়। এরপর ইয়ুথ পার্লামেন্টের প্রতিনিধি দল অধিবেশন কক্ষে প্রবেশ করলে গাইড অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিনিধিদল কে পুরো সংসদ ঘুরিয়ে দেখান। পরিদর্শনের শেষে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ তরুণদের সংসদ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরিদর্শনকালে ইয়ুথ পার্লামেন্ট এর সভাপতি সরকার তানভীর আহমেদ বলেন," লুইস আই কানের অসাধারণ নির্মাণশৈলী বিশ্বের অন্যান্য আধুনিক ভবনগুলো থেকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা। আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষেও একদিন ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত হবে। আজকের পরিদর্শন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরনার হবে। ’’
এসময় ইয়ুথ পার্লামেন্ট সভাপতি জাতীয় সংসদের ভিজিটিং শাখা এবং লাইব্রেরিতে প্রদানের জন্য মমতাজুল ফেরদৌস জোয়ার্দার রচিত "৭ মার্চ এর ভাষণ: জানা অজানা তথ্য" বইটি হস্তান্তর করেন। ইয়ুথ পার্লামেন্ট এর যুব সাংসদ প্রতিনিধিদের পরিদর্শনকে জাতীয় সংসদে স্মৃতি হিসেবে রাখতে দক্ষিণ প্লাজায় কর্তৃপক্ষ কর্তৃক ছবি তোলা হয়। আয়োজনের শেষে বাংলাদেশ জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক জনাব মোহাম্মাদ মহসিন তরুণদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
এমআই