সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক :
২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেও সুযোগ এসেছিল, মেসি সেই পেনাল্টির সুযোগটা নষ্ট করেছিলেন। তাই আজ যখন ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি পেল আর্জেন্টিনা, তখন হয়তো আলবিসেলেস্তেদের মন একটু কু না গেয়েই পারছিল না।
এবার মেসি সে ভুল করেননি। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে করলেন গোল।আইকনিক লুসাইল স্টেডিয়ামে আজ মঙ্গলবার আর্জেন্টিনা আক্রমণে উঠে গিয়েছিল শুরুর মিনিটেই।
তবে বক্সের ভেতরের জটলা থেকে করা মেসির শটটা ঠেকিয়ে দিয়েছিলেন সৌদি আরব গোলরক্ষক ওয়াইস। এরপর শুরুর দশ মিনিটে আলবিসেলেস্তেরা কর্নার পেয়েছিল আরও একটা। তবে সেটা কাজে লাগাতে পারেনি দলটি।
পারল ১০ মিনিটে এসে। ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি।
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল