ইসাহাক আলী, নাটোর: নাটোরের শস্যভান্ডার খ্যাত হালতিবিল অঞ্চলে ধান কাটা শুরু উপলক্ষে শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ও নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃআব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত পরিচালক রাকিবুল হাসান, নলডাঙ্গা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস। নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেনসহ আরো অনেকে।
পরে ২ শতাধিক শ্রমিকদের মাঝে মাস্ক শুকনা খাবার ও স্বাস্থ্য সামগ্রী হাতে তুলে দেন নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার।
নলডাঙ্গা ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কৃষককে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও মাঠে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং শুকনো খাবার দেওয়া হয়েছে। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের সহায়তা করা হচ্ছে। কৃষক তার ধান কেটে ঘরে না উঠানো পর্যন্ত তাদের সার্বিক ভাবে সহযোগিতা করা হবে।
সময় জার্নাল/এমআই