স্পোর্টস ডেস্ক:
অঘটনে বিশ্বকাপ শুরু হয়েছে জার্মানির। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে যায় ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনের বিপক্ষেও হারতে বসেছিল জার্মানরা। তবে কোনোরকম ড্র করে শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রাখে হ্যান্সি ফ্লিকের দল। শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই জার্মানদের। জয় পেলেও গ্রুপের অন্য ম্যাচে নজর রাখতে হবে দলটির। গোল ব্যবধানের হিসাবও আসতে পারে। জার্মান তারকা টমাস মুলার মনে করেন, গোল ব্যবধান ঘুচাতে কোস্টারিকাকে ৮-০ গোলে হারাতে পারেন তারা। যদিও বিশ্বকাপে এমন ফল বাস্তবসম্মত মনে করেন না বায়ার্ন মিউনিখ তারকা।
আগামী ১লা ডিসেম্বর রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের তৃতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি। একই সময়ে জাপানের মোকাবিলা করবে স্পেন।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্প্যানিয়ার্ডরা। সমান তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় জাপান, তৃতীয় কোস্টারিকা। গোলপার্থক্যে এগিয়ে এশিয়ান দলটি। আর তলানিতে থাকা জার্মানির পয়েন্ট ১।
কোস্টারিকাকে জার্মানি হারালে এবং জাপানের বিপক্ষে স্পেন জয় পেলে দুই ইউরোপিয়ান দল শেষ ষোলোর টিকিট পাবে। তবে জার্মানির জয় আর স্পেন-জাপান ম্যাচ ড্র হলে কিংবা জাপান জয় পেলে আসবে গোল পার্থক্যের হিসাব। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারানো স্পেন (+৭) সবচেয়ে সুবিধাজনক স্থানে রয়েছে। (-১) গোল পার্থক্যে পিছিয়ে জার্মানি। তাই কোস্টারিকার বিপক্ষে ৮ গোলের ব্যবধানে জিতলে অন্য ম্যাচের ফল যাই হোক শেষ ষোলোর টিকিট পাবে জার্মানি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জার্মান স্ট্রাইকার টমাস মুলার বলেন, ‘শেষ পর্যন্ত কোচিং স্টাফরাই সিদ্ধান্ত নেয়, কোন পথে খেলতে হবে। অন্য ম্যাচে (স্পেন-জাপান) কী ঘটবে, সে বিষয়ে আমাদের খুব সজাগ থাকতে হবে। এর ভিত্তিতে আমরা কৌশল সাজাতে পারি। ম্যাচটি জিততে আমাদের সম্ভাব্য সেরা উপায়ে মাঠে নামতে হবে। আমি মনে করি, ৮-০ গোলে জয় সম্ভব হতে পারে। তবে বিশ্বকাপে এটি বাস্তবসম্মত ফল নয়।’
সত্যিই কি বাস্তবসম্মত নয়? কোস্টারিকাকে স্পেন ৭-০ গোলে হারাতে পারলে জার্মানরা পারবে না? বিশ্বমঞ্চে এমন বিধ্বংসী পারফরম্যান্স দেখানোর স্মৃতি রয়েছে জার্মানিরও। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে পরাস্ত করেছিল জার্মানি। সেই দলে ছিলেন টমাস মুলারও।
৮ গোল দেয়া অবাস্তব মনে করলেও কোস্টারিকার ওপর আধিপত্য দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন মুলার। তিনি বলেন, ‘আমি মনে করি, কোস্টারিকার বিপক্ষে আমরা স্পেনের সঙ্গে ম্যাচের তুলনায় অনেক বেশি সময় প্রতিপক্ষের বক্সে থাকব। আমাদের এখন এক পয়েন্ট এবং (-১) গোল পার্থক্য রয়েছে। তাই উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই।’
এমআই