রোগ
কর্মের গুনে ভুগী মোরা রোগে,
রোগ নিয়ন্ত্রণের ইচ্ছা মোদের জাগে।
কথায় না, কাজে বড় হতে চাই ,
রোগের নিয়ন্ত্রণ এখন মোদের হাতে নাই।
কিছু রোগ আবেগে হয় কিছু হয় লোভে!
ঔষধবিহীন এ রোগ থেকে মুক্তি হবে কবে?
রোগ আছে মনের মধ্যে ,আছে মানুষের দেহে,
দেহের রোগ ভালো হলেও মনের কথা কে কহে ?
চাকচিক্য বা ছদ্মবেশে রয়েছে কত রোগ,
এগুলোর সাথে বর্তমান যুগে হয়েছে কিছু যোগ।
কিছু রোগের লক্ষণ আছে বোঝা বড় দায়,
লক্ষণ বুঝে চিকিৎসা করা একমাত্র উপায়।
কিছু রোগ জন্ম নেয় আমাদের মাথায়,
রোগ কিন্তু কম নয় মুখেরই কথায়।
অনেক রোগের নাম দেই আমরা মহামারী,
বাঁচার উপায় একমাত্র নিয়ন্ত্রণ দেহেরী।
অনেক রোগের মধ্য একটি রোগ ভালোবাসা!
এটির জন্য জীবনে মোদের থাকে কত আশা।
ভালোবেসে যখন করি আমরা দেহের ক্ষয়,
মাঝে মাঝে আবেগগুলো হয় অপচয়!
সমলিঙ্গে যৌনতা যদি হয় স্বাধীনতা,
ভবিষ্যতের পৃথিবীর জন্য এ কেমন বারতা!
অধিকারের নামে সভ্যতা যদি হয় নষ্ট,
ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচাতে বড় হবে কষ্ট!
ব্যবসায়ী আর নীতি নির্ধারক এর পিছনে আছে,
জাতি ধ্বংস করে তারা ব্যবসার অংক কষে।
কত সামগ্রী বিক্রি করে নাম দিয়েছে প্রটেকশন,
জীবন ধ্বংসের সাথে এদের রয়েছে কানেকশন।
ঐতিহ্য, সভ্যতার সাথে দরকার নিজস্ব কালচার,
নিয়ম -নীতির কথা বললে কি যে হয় হালচাল!
মানতে চায় না কোন নীতি করে যাহা মন চায়,
এসব কারণেই তাদের ভোগান্তিতে পড়তে হয়।
মন আমার,দেহ আমার,আবেগের নেই শেষ,
অবাধ যৌনতায় নাকি লাগছে ওদের বেশ!
নীতির কথা বললে তারা হয় লজ্জিত,
এইচআইভির অভিশাপে হয় নিমজ্জিত।
লেখক: নিজাম উদ্দিন সাইফ, প্রভাষক, ইংরেজি বিভাগ, সুবিদখালী সরকারি কলেজ মির্জাগঞ্জ, পটুয়াখালী।