আব্দুন নূর তুষারঃ
ডাক্তার ভালো কিনা সেটা বোঝার একটা সহজ উপায় হলো সেই ডাক্তারের ক্লাসমেটরা ও সিনিয়ররা তাকে রোগী রেফার করে কিনা সেটা দেখেন। ক্লাসমেটরা সবচেয়ে ভালো জানে কে কেমন ছাত্র আর কেমন ডাক্তার। প্রফেসর একটা প্রমোশন পেয়ে পাওয়া পদ যার পেছনে অভিজ্ঞতা ও চাকরিতে আনুগত্য ও রাজনৈতিক প্রভাব কাজ করে।
প্রফেসর মানেই ভালো ডাক্তার না। অনেকে ভালো কিন্তু সে আগে থেকেই ভালো। প্রফেসর বলে ভালো বিষয়টা সেরকম না।
বহু প্রফেসর আছে যারা শুধুই প্রফেসর।
জুনিয়ররা নানা কারণে রোগী রেফার করে। আর সরকারী হাসপাতালে থাকলে এমনিতেও রোগী আসে। মানুষের এখনো ধারণা সরকারী ডাক্তার ভালো ডাক্তার।
কোভিড থেকে বাঁচতে হাফ বয়েল ডিম খেতে নিষেধ করেছিলো এমন প্রফেসরও আছে।