সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক :
ম্যাচ শুরু হওয়ার একদিন আগে শনিবার মিরপুর শেরে বাংলার প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে রোহিত বললেন, কয়েক বছর ধরেই এ প্রতিদ্বন্দ্বিতা রোমাঞ্চকর। গত সাত-আট বছরের বাংলাদেশ দল আলাদা। তারা খুবই চ্যালেঞ্জিং, আমরা সহজে জিতিনি। তাদের বিপক্ষে জিততে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশ কেমন হবে, সেটি নিয়ে অবশ্য মুখ খোলেননি লিটন দাস। সংবাদ সম্মেলনে নতুন এ অধিনায়ক জানিয়েছেন এখনো একাদশ কি হবে সেটি নিয়ে আলোচনা হয়নি। তবে ধারণা করা হচ্ছে লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে এনামুল হক বিজয়কে। এ ছাড়া নম্বর তিনে সাকিব আল হাসান। চারে মুশফিকুর রহিম, পাঁচে আফিফ হোসেন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এ পজিশনগুলোই নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব।
এ ছাড়া সাতে ইয়াসির রাব্বি কিংবা নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে। আটে মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া বোলিংয়ে মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ থাকবেন এক প্রকার নিশ্চিত। অবশ্য এবাদত হোসেন ও শরিফুল ইসলামের মধ্যে থাকবেন যে কোনো এক পেসার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার দুপুর ১২টায় শুরু হবে এ ম্যাচ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।
এ বিভাগের আরো
জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি স্মরণে
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল