নিজস্ব প্রতিনিধি:
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হয়েছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাস মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৭ টাকা, যা আগে ছিল ১ হাজার ২৫১ টাকা।
রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো: আবদুল জলিল।
এর আগে গত ২ নভেম্বর ১২ কেজির এলপি গ্যাসের দাম ৫১ টাকা বাড়িয়েছিল বিইআরসি।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সাথে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।
সময় জার্নাল/এলআর