স্পোর্টস ডেস্ক:
নেইমারকে নিয়ে সুসংবাদ জানালেন ব্রাজিল কোচ তিতে। সংবাদ সম্মেলনে তিতেকে প্রশ্ন করা হয়, নেইমার কি শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে? ব্রাজিল কোচ উত্তর দেন, ‘হ্যাঁ’।
আগামীকাল স্টেডিয়াম নাইন সেভেন ফোর-এ ম্যাচ শুরু হবে রাত ১টায়। ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার অষ্টম সাক্ষাৎ এটি। তবে প্রতিযোগিতামূলক আসরে এটাই প্রথম। আগের সাত দেখায় ছয়বার জিতেছে ব্রাজিল। এশিয়ানদের জয় একটি। সবশেষ গত জুনে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেলেসাওরা। ওই ম্যাচে জোড়া গোল করেন নেইমার। ব্রাজিল টিম ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘নেইমার সুস্থতার পথে। তবে আরেকটু সময় লাগবে।’ শনিবার বল নিয়ে অনুশীলন করে ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন নেইমার।
ছিটকে গেছেন ব্রাজিলের আক্রমণভাগের আরেক তারকা গ্যাব্রিয়েল জেসুস ও লেফটব্যাক আলেক্স তেল্লেস।
টুর্নামেন্টের বাকিটায় পাওয়া যাবে না তাদের। চোটে ভুগছেন আরেক লেফটব্যাক আলেক্স সান্দ্রো ও রাইটব্যাক দানিলো। শুক্রবার এমআরআই টেস্টের পর ডাক্তার লাসমার নিশ্চিত বলেছেন, ‘দানিলো দ্রুত উন্নতি করছে। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছি। সবকিছু যদি ঠিক থাকে তাহলে পরের ম্যাচে (দক্ষিণ কোরিয়া) তার খেলার ভালো সম্ভাবনা আছে।’ সুইজারল্যান্ড ম্যাচে উরুর চোটে পড়া সান্দ্রোকে নিয়েও আশা দেখালেন লাসমার। তিনি বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে এখনো। আমার মনে হয়, একটা সম্ভাবনা তৈরি হয়েছে।’
এমআই