সর্বশেষ সংবাদ
বিনোদন রিপোর্টার,নিজেস্ব প্রতিনিধি :
দীর্ঘদিনপর প্রথমবারের মতো একসাথে দেখা যাবে অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। গ্রামীণফোনের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে ২০২৩ সালের জানুয়ারিতে ‘কে’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।মঙ্গলবার (০৬ ডিসেম্বর) জিপিহাউজের ইনোভেশন ল্যাবে ‘কে’এর উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকা সহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা, পরিচালক গৌতম কৈরী, প্রযোজক শাহরিয়ার শাকিল, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ।
এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। তাছাড়া, অনেক দিন পর আমি জাহিদ হাসানের সাথে একসঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’এই ওয়েব সিরিজ নিয়ে গৌতম কৈরী বলেন, “‘কে’ফ্যামেলি গল্পের ভিতর দিয়ে একটি মার্ডার মিস্ট্রি গল্পের ওয়েব সিরিজ। দুই দিকপাল অভিনেতাকে আমার প্রথম সিরিজে এক ফ্রেমে বন্দি করতে পেরেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। গল্পের ভিতরেও গল্প আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
জাহিদ হাসান বলেন, “গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এছাড়া, গৌতম খুবই গুছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয় এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। বায়োস্কোপকে ভালো কাজের সাথে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”
এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, “বিনোদনের ক্ষেত্রে বর্তমানে ভোক্তাদের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটছে। দর্শকদের চাহিদা অনুযায়ী তাদের প্রত্যাশিত কনটেন্ট তৈরিতে এবং সবাইকে পছন্দের বিষয়ের সাথে কানেক্ট করতে গ্রামীণফোন ও বায়োস্কোপ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নিত্যনতুন বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে আসছে। ওয়েব সিরিজটির মাধ্যমে অভিনয় জগতের সবচেয়ে জনপ্রিয় ও বহুমুখী প্রতিভা-সম্পন্ন দু’জন অভিনেতাকে একত্র করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আরও কনটেন্ট নিয়ে আসার মাধ্যমে আমরা আমাদের প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করবো; পাশাপাশি, গ্রাহকদের আস্থা পূরণের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।
অনুষ্ঠানে ওয়েব সিরিজটির প্লটের সম্পর্কে আলোচনা করা হয়। শাহরিয়ার শাকিল এর প্রযোজনায় প্রডাকশন হাউজ আলফা-১ ষ্টুডিউজ এর ‘কে’ ওয়েব সিরিজে পেশায় লেখক এমন দু’জন বন্ধুকে ঘিরে গল্পটি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে অভিনয় করছেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। জীবনের জটিলতার মুখোমুখি হতে হতে, তারা দু’জনই দেখতে পান সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য খুঁজে বের করা আসলেই খুব কঠিন। ওয়েব সিরিজটিতে একটি মার্ডার মিস্ট্রির গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হবে- প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন; সাথে খুঁজে বের করা হবে, ‘কে সত্য বলছে আর কে মিথ্যা’!
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল