ক্রীড়া প্রতিবেদক:
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ দল। বুধবার একাদশে ১ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিটন দাসের দল। এই মুহুর্তে ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৫ রান ৬ উইকেট হারিয়ে। সব শেষ উইকেট হিসেবে ফিরে গেছেন আফিফ হোসেন কোনো রান না করেই।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে ১২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। এদিন ব্যাট হাতে সাকিব আল হাসানও পাননি রানের দেখা, ফিরেছেন ৮ রান করে।
শুরুতে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয় ৯ রান করে। এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস বড় করতে থাকেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে এদিন ভক্তদের হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ৭ রান করে ফিরে যান এই তারকা ওপেনার।
পরবর্তীতে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ফিরেছেন ২১ রান করে। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের হয়ে লড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১২) এবং মেহেদী হাসান মিরাজ (১০)।
এমআই