স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসান। আগেই দুই বোলার ছিলেন, নতুন করে আইসিসির বোলিং র্যাংকিংয়ের সেরাদের তালিকায় ঢুকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। সবমিলিয়ে এখন বাংলাদেশের তিন বোলার এখন সেরা দশে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেন সাকিব। বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ওয়ানডেও নেন ২ উইকেট। স্বভাবতই বোলার র্যাংকিংয়ে বড়সড় লাফ দিয়েছেন তিনি। সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। এখন তার রেটিং পয়েন্ট ৬৪৭।
এদিকে সিরিজে এখন পর্যন্ত দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেও দুই ম্যাচে এক উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে গেছেন। ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে কাটার মাস্টার।
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মের থাকা মেহেদি হাসান মিরাজ দুই ম্যাচে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়েছেন। ৬৪৮ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তালিকার আট নম্বরে। অর্থাৎ আট, নয়, দশ-আইসিসির বোলার র্যাংকিংয়ে টানা তিনটি অবস্থানে এখন বাংলাদেশের তিনজন।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
সময় জার্নাল/এলআর