স্পোর্টস ডেস্ক:
সদ্যই বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছিলেন করিম বেনজেমা। ফর্মের তুঙ্গে থাকা এই ফরোয়ার্ড অনুমিতভাবে ছিলেন ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে। তবে বেরসিক চোট ছিটকে দেয় রিয়াল মাদ্রিদ তারকাকে। বৃটিশ দৈনিক ডেইলি মেইলের খবর, চোট সারিয়ে উঠেছেন বেনজেমা। খেলতে পারেন বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স দলের অনুশীলনে উরুর চোটে পড়েন করিম বেনজেমা। ইনজুরি গুরুতর হওয়ায় বিশ্বকাপে খেলা হয়নি তার। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, চোট সারিয়ে উঠেছেন বেনজেমা। সম্প্রতি রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে। সেমিফাইনালে মরক্কোকে হারানোর পর তাই বেনজেমাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘খবর রয়েছে ফাইনালের আগে কাতারে আসবেন বেনজেমা।
এমআই