ক্রীড়া প্রতিবেদক:
ভারতের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিল বাংলাদেশ দল। শঙ্কা ছিল ফলো অনে পড়ার। সে শঙ্কা বাস্তবে রূপ নিতে চলেছে যেন। তৃতীয় দিনের শুরুতেই নবম উইকেট হিসেবে ফিরে গেছেন এবাদত হোসেন।
কুলদীপের বলে ক্যাচ নিয়েছেন ঋষভ পান্ত। ফলে এবাদতকে ফিরতে হয়েছে ১৭ রান নিয়ে। ফলোঅন এড়াতে এখনো টাইগারদের প্রয়োজন ৬০ রান। ৯ উইকেট হারিয়ে দলীয় রান এই মুহূর্তে ১৪৪।
এর আগে গতকাল দ্বিতীয় সেশন থেকে শেষ সেশন ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতার গল্প লেখা হয়েছিল। শেষ পর্যন্ত মেহেদী মিরাজ এবং এবাদত হোসেন পার করেছিলেন দিনের শেষ ভাগ। ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দল গিয়েছিল দিনের বিরতিতে।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য নাজমুল শান্ত আবারো হতাশ করেছেন। ইনিংসের প্রথম বলে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন বাঁহাতি এই ওপেনার। পরবর্তীতে রান পাননি ইয়াসির রাব্বিও। মুশফিকুর রহিম কিংবা লিটন দাস বড় রানের আভাস দিলেও ফিরে গেছেন ৩০ ঘরেই।
ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের সামনে অবশ্য অসহায়ই ছিল টাইগার ব্যাটাররা। এছাড়া মোহাম্মদ সিরাজও ছিলেন দুর্দান্ত।
এমআই