স্পোর্টস ডেস্ক:
চোটের কারণে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেননি আনহেল ডি মারিয়া। আরেকটি আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবারও ইনজুরির সঙ্গে লড়ছেন আলবিসেলেস্তেদের মাঝমাঠের অন্যতম ভরসা ডি মারিয়া। তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর হলো চোট পুরোপুরি সারিয়ে উঠেছেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারবেন ডি মারিয়া।
বিশ্বকাপের গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে পায়ের ইনজুরিতে পড়েন আনহেল ডি মারিয়া। যেকারণে শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ডি মারিয়াকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালেও বেঞ্চে বসে থাকতে হয়েছে ডি মারিয়াকে। আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়, আনহেল ডি মারিয়া সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন তিনি।
ফাইনালের আগে বৃহস্পতিবার প্রথম অনুশীলন করেছে আর্জেন্টিনা জাতীয় দল। ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন তিনি।টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পুরোপুরি ফিট থাকায় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার স্টার্লিং ইলেভেনে থাকবেন ডি মারিয়া। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।
ডি মারিয়ার সঙ্গে ফাইনালে খেলতে পারবেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কাস আকুনাও। দুই হলুদ কার্ডের খড়গে দারুণ ফর্মে থাকা এই প্লেয়ার সেমিফাইনাল খেলতে পারেননি। কার্ডের নিষেধাজ্ঞা শেষে ফিরতে পারেন আরেক ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।
এমআই