বিনোদন ডেস্ক:
বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে ‘পাঠান’ ছবিকে নিষিদ্ধ করার হুশিয়ারি দিয়েছে গেরুয়া শিবিরের একাংশ। এদিকে গত কদিন ধরেই শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’ বয়কটের ডাক দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ছবির ‘বেশরম’ গান মুক্তি পেতেই বিতর্কের ঝড় নানামহলে।
ঠিক এমন সময়ই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শাহরুখের বক্তব্যে উঠে এল ছবি বয়কটের প্রসঙ্গ । সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে শাহরুখ যেন ছুঁয়ে গেলেন ‘বয়কট পাঠান’ বিতর্ককে।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহরুখ তার বক্তব্য সিনেমা ও সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গকে টেনে আনেন। শাহরুখ বলেন, অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা বক্তব্যে নিম্নমানের মানসিকতার পরিচয় পাওয়া যায়।
যা কিনা সিনেমার ভাষাকে ব্যহত করে। সিনেমাকে নেগেটিভ হিসেবে প্রচার করে। সিনেমার উদ্দেশ্যকে ভুলভাবে প্রচার করে।
তবে আমার বিশ্বাস, এই সমাজে সিনেমার গুরুত্ব রয়েছে। এটি মানুষের কাছে সহজভাবে পৌঁছে যাওয়ার অন্যতম এক মাধ্যম। তবে বক্তব্যের শেষ কিন্তু করেন ফিল্মি কায়দায়।
‘পাঠান’ ছবির জনপ্রিয় সংলাপ বলে, শাহরুখ বলেন, তবে যাই হয়ে যাক, আপনার, আমার মতো পজিটিভ মানুষেরা…পাঠান অভি তক জিন্দা হ্যায়!
সময় জার্নাল/এলআর