স্পোর্টস ডেস্ক:
ফাইনালে ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয় শিরোপা উঠবে আলবিসেলেস্তেদের শোকেসে। শিরোপার লড়াইয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।
রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। ইতোমধ্যেই একাদশ সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে সংবাদ সম্মেলনে স্টার্টিং ইলেভেনের খেলোয়াড়দের নাম বলেননি তিনি।
বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ফাইনালে তাই উইনিং ইলেভেন নিয়েই নামতে পারে আর্জেন্টিনা। দুই হলুদ কার্ডের খড়গে সেমিফাইনাল খেলতে পারেননি মার্কাস আকুনা। নিষেধাজ্ঞা কাটিয়ে দুর্দান্ত ছন্দে থাকা এই ডিফেন্ডারকে ফেরাতে চাইবেন স্কালোনি। চোট সারিয়ে উঠেছেন আনহেল ডি মারিয়া।
অভিজ্ঞ এই মিডফিল্ডারকেও দেখা যেতে পারে ফাইনালের একাদশে। যদি ডিফেন্সে ৫ খেলোয়াড়কে নামাতে চায় আর্জেন্টিনা তবে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেসের পরিবর্তে সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্টিনেজকে খেলাতে পারেন স্কালোনি।
ফাইনালে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ অথবা আনহেল ডি মারিয়া, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
এমআই