সময় জার্নাল ডেস্ক:
মেসি উন্মাদনায় কাঁপছে বিশ্ব। ভক্তকুলের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছেন আর্জেন্টিনার এই তারকা। এমন সময়েই ইন্টারনেটে ভাইরাল হয়েছে এক মেসিভক্তের চুলের স্টাইল।
ভাইরাল ছবিতে দেখা গেছে, ওই ব্যক্তির মাথার পেছনে যেন কেউ এঁকে দিয়েছেন লিওনেল মেসির মুখাবয়ব। তবে তা কোনো ট্যাটু শিল্পী কিংবা আর্টিস্টের কাজ নয়, এমন কীর্তি করেছেন একজন নাপিত।
চুলের এই অসাধারণ কাটটি দিয়েছেন ডমিনিক্যান রিপাবলিকের একজন নাপিত অ্যান্টন বার্বার। তবে যার মাথায় এটি আঁকা হয়েছে, তার পরিচয় জানা যায়নি। ইনস্টাগ্রামে ওই চুলের কাটের ছবি পোস্ট করে অ্যান্টন লিখেছেন, আমি মেসির সময়ে জন্মে ভাগ্যবান।
ফুটবলের নতুন ইতিহাস লেখা হলো। আমি একাধিক বিশ্বকাপ দেখেছি যাতে মেসির হাতে এই সুন্দর ট্রফিটি উঠে। এই জয়ের মধ্য দিয়ে ফুটবল এবং লাতিন আমেরিকার জয় হয়েছে।
মেসি আপনি খেলার মাঠে এবং বাইরে অসাধারণ। তার পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, আপনি নাপিত নন, আপনি একজন চিত্রশিল্পী। জানা গেছে, মেসির এই ছবি তিনি আগেই একেছিলেন এক ভক্তের মাথায়। তবে মেসি বিশ্বকাপ জয়ের পর তিনি সেটি পুনরায় শেয়ার করেছেন।
সময় জার্নাল/এলআর