স্পোর্টস রিপোর্টার:
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে আগের দিনের শেষ বিকেলটা বাংলাদেশের জন্য কেটেছিল হতাশার। শেষ বিকেলে মাত্র ১৪ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ভারতের উইকেট পেতে গিয়েও পায়নি স্বাগতিকরা। তবে কাল বিকেলের হতাশা কিছুটা কেটে গেল আজ সকালে। ভারতের তিন তিনটি উইকেট তুলে নিয়ে মিরপুরের সকালটা রাঙিয়ে দিয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।
পৌষের সকালের মিস্টি রোদে বসে খেলা দেখতে সকাল সকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কয়েক’শ দর্শক। তাদের মন ভরিয়েছেন তাইজুল। গতকাল বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করা ভারতের আজ প্রথম সেশন শেষে স্কোর ৮৬/৩। তিনটি উইকেটই নিয়েছেন তাইজুল।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সকাল ভারতের দুই ওপেনারকে ফেরান বাঁহাতি স্পিনার। দলীয় ২৭ রানের মাথায় লোকেশ রাহুলের বিপক্ষে লেগ স্ট্যাম্পে বল ফেলে হালকা টার্ন করেছিলেন অফের দিকে। এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।
প্যাডে লাগলে আম্পায়ার প্রথমে আউট দেননি। পরে রিভিউ নিয়ে রাহুলের উইকেট পেয়েছেন তাইজুল। নিজের পরের ওভারেই ফেরান ভারতের অপর ওপেনার শুভমান গিলকেও। তাইজুলের মিডল স্ট্যাম্পে থাকা বলে সুইপ খেলতে চেয়েছিলেন গিল। ব্যাটে বলের সংযোগ ঘটাতে পারেনি।
আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দিলে পরে রিভিউও নেননি ২০ রান করা ভারতের তরুণ ওপেনার। পরপর দুই ওপেনারকে ফেরানো ভারতের হয়ে তারপর হাল ধরেছিলেন দলের সেরা দুই ব্যাটার চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। দুজনের প্রতিরোধ চিড় ধরান তাইজুল।
দলীয় ৭২ রানের মাথায় দারুণ এক বলে চেতেশ্বর পুজারাকে ক্যাচ তুলে দিতে বাধ্য করেছেন। শর্ট লেগে দাঁড়িয়ে মুমিনুল হক ক্যাচটাও নিয়েছেন দুর্দান্ত। ৫৫ বলে ২ চারের সাহায্যে ২৪ রান করে ফিরেছেন পুজারা। খানিক বাদে দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে।
সেশন শেষে ভারতের হয়ে ১৮ রানে অপরাজিত বিরাট কোহলি। তার সঙ্গে ১২ রানে ব্যাট করছেন রিষভ পন্ত। তাইজুল ১৩ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
ঢাকা টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায়। উল্লেখ্য, চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।
এমআই