ক্রীড়া প্রতিবেদক:
ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের লিড ১০৭ রানের। পরীক্ষিত ব্যাটারদের মধ্যে টিকে আছেন শুধু লিটন দাস। তবে তাকে সঙ্গ দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ভুল করেননি তাসকিন আহমেদ। অষ্টম উইকেটে এই দুজনের ৩৬ রানের জুটিতে প্রায় হেরে যাওয়া ম্যাচেও আশার আলো খুঁজছে টাইগাররা।
মিরপুরের স্লো উইকেটে শনিবার শুরু থেকেই হতাশায় ডুবিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সেশনে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও ছিল একই চিত্র। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি জাকির হাসান, ফিফটির পর এক রান যোগ করতেই ফেরেন সাজঘরে।
সপ্তম উইকেট জুটিতে নুরুল হাসান সোহানকে নিয়ে কিছুটা প্রতি আক্রমণের চেষ্টা করেন লিটন। তবে অক্ষরের বলে সোহান স্ট্যাম্পিং হলে ৪৬ রানে ভাঙে সেই জুটি। তাতে চা পানের বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৯৫ রান।
চাপের মুখেও আজ নিজেকে বেশ প্রমাণ করেছেন লিটন। ফিফটি তুলে নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন এখনও। ভালো ব্যাটিং করেছিলেন সোহানও। ৩১ রানে থাকা অবস্থায় স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটার। এর আগে কোনো রান না করেই এদিন মেহেদী হাসান মিরাজ ফিরেছেন।
এর আগে সিরিজের শেষ টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়লেও রিশব পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে বাংলাদেশ।
এমআই