স্পোর্টস ডেস্ক:
সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে মেসি ও কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। তাই ব্রাজিল শিবিরের বস হিসেবে তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিতে। বিশ্বকাপ শেষ না হতেই কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও শেষ রক্ষা হয়নি তিতের। বরং সম্প্রতি ব্রাজিলে নিজ বাড়ির সামনেই এক ছিনতাইকারীর কাছে হেনস্তার স্বীকার হয়েছেন সেলেসাওদের সাবেক কোচ।
বিশ্বকাপ শেষে কাতার থেকে ব্রাজিলে ফেরার পর কোনো গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না তিতে। বরং সকলের থেকে দূরত্ব বজায় রেখে রিও ডি জেনেরিওতে নিজ পরিবারের সাথে একান্ত সময় কাটাচ্ছেন তিনি। গত সপ্তাহে নিজের স্ত্রীকে নিয়ে ভোর ৬ টায় বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। ওই সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তিতের গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। এমনকি ঐ ব্যক্তি তিতের কাছে জোরপূর্বক জানতে চান ব্রাজিল কেন এত বাজেভাবে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে আরও চমকপ্রদ তথ্য। ব্রাজিল কোচ তিতেকে হেনস্তা করাই ঐ ছিনতাইকারীর প্রধান উদ্দেশ্য ছিল না। বরং ঐ ব্যক্তি তিতের এক প্রতিবেশীর বাগানে রাখা সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিতে বাধা দিতে গেলে চোরের কাছে হেনস্তার শিকার হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনার সময় পাশেই উপস্থিত ছিলেন তিতের সহধর্মিণী। চেইন ছিনিয়ে নিয়ে তিতেকে হেনস্থা করতে দেখে তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। এসময় অবস্থা বেগতিক দেখে ওই চোর পালিয়ে যায়। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় রিও ডি জেনেরিওর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তিতের সাথে কথা বলতে আসেন। ঘটনায় বিমর্ষ হয়ে তিতে বলেছেন, ''এই বিষয়ে কিছু বলার নেই। আমি পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটাতে চাই।"
৬১ বছর বয়সী তিতে ২০১৬ সাল থেকে সেলেসাওদের দায়িত্বে ছিলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হলেও ২০১৯ সালে তিতের নেতৃত্বেই কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। আর তাই একঝাঁক তারকা ফুটবলার নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে তিতের নেতৃত্বেই খেলতে যায় ব্রাজিল।
এমআই