আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের গরিব দেশগুলো করোনার টিকা পাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) কোভ্যাক্সের টিকা ভাগাভাগি সুবিধার বর্ষপূর্তি উপলক্ষে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘বিশ্বব্যাপী প্রায় ৯০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ৮১ শতাংশ টিকা গেছে উচ্চ বা উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোয়। এর মধ্যে নিম্ন আয়ের দেশগুলো টিকা পেয়েছে দশমিক তিন শতাংশের কম।’
তেদরোস একাধিকবার করোনার টিকার অসম বিতরণের নিন্দা জানিয়েছেন এবং সম্পদশালী দেশগুলোকে অতিরিক্ত টিকা নিম্ন আয়ের দেশগুলোর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন।
করোনার টিকা সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্স থেকে এখন পর্যন্ত ১১৮টি দেশে ৪ কোটি ৫ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে ২০০ কোটি টিকার ডোজ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে কোভ্যাক্স।
ডব্লিউএইচও বলেছে, ৯২টি উন্নয়নশীল দেশ, যাদের টিকা কেনার সামর্থ্য কম বা একেবারে নেই, তাদের সহায়তা দিতে ৬০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে কোভ্যাক্স।
গত বৃহস্পতিবার কোভ্যাক্সের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র দেশগুলোর জন্য টিকা সরবরাহ বাড়াতে তারা নতুন উৎপাদনকারীর খোঁজ করছে। ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ সমস্যার সমাধান করতে তারা নতুন লক্ষ্য নির্ধারণ করছে।
সময় জার্নাল/আরইউ