মো: মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
দীর্ঘ ছয় বছর প্রতীক্ষার প্রহর শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হয়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমতি পেল গণস্বাস্থ্য সমাজভিত্তিক ফিজিওথেরাপি কলেজ।
গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের দপ্তর হতে পাঠানো চিঠিতে কলেজটিকে অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও সিন্ডিকেট কমিটির সুপারিশক্রমে প্রতিষ্ঠানটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে "গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স" এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। নির্দেশনা অনুযায়ী কলেজটির পাঠদান, পরীক্ষা ও নানাবিধ একাডেমিক কার্যক্রম এখন থেকে ঢাবির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নের অংশ হিসেবে প্রতিষ্ঠিত এই কলেজটি গত কয়েক বছর ধরে অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে এই অনুমোদনের মাধ্যমে দেশের স্বাস্থ্য শিক্ষা খাতে গণস্বাস্থ্যের আরেকটি বড় অর্জন যুক্ত হলো।