মো: মাহিদুজ্জামান সিয়াম, গবি সংবাদদাতা:
দলীয় রাজনীতি নিষিদ্ধ, মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড এবং দেশজুড়ে চলমান সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
সমাবেশে সম্প্রতি রাজধানীর মিডফোর্ড এলাকায় যুবদল নেতাকর্মীদের হাতে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নির্মম হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ঘটমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এদিকে লেজুড়বৃত্তি রাজনীতিমুক্ত গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ ছাত্রদলের কমিটি ঘোষণা ও ক্যাম্পাসের বাহিরে নানান কার্যক্রমে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছে, ক্যাম্পাসে রাজনীতির অনুপ্রবেশ ক্রমেই বাড়ছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য হুমকি। তাঁরা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ধরনের দলীয় ছাত্রসংগঠনের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান।
রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাসিম খান বলেন, "আমাদের একটাই দাবি- গবির মাটিতে কোনো দলীয় রাজনীতি চলবে না। মতের ভিন্নতায় অতীতে যেভাবে হামলা, দখল ও নির্যাতন হয়েছে, আমরা তার ঘোর বিরোধী। রাজনীতিমুক্ত পরিবেশ রক্ষা করতে শিক্ষার্থীরাই প্রতিরোধ গড়ে তুলবে। কোনো রাজনৈতিক ছত্রছায়া নয়, চাই নিরাপদ ও স্বাধীনভাবে শেখার পরিবেশ।"
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ রহমান আলাফ বলেন, "সারা দেশে বিচারহীনতা আর অনিশ্চয়তার পরিবেশ চলছে। এমন প্রেক্ষাপটে গবির মতো রাজনীতি ও ধূমপানমুক্ত ক্যাম্পাসেও অনুপ্রবেশ ঘটছে রাজনৈতিক দলের। প্রশাসনের নীরবতায় ১৬ বছরে যা হয়নি, তা গত এক বছরে সম্ভব হয়েছে। আমরা ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছি, বহিষ্কার না করলে কঠোর আন্দোলন হবে।"
ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, "গণ বিশ্ববিদ্যালয় ছিল জাফরুল্লাহ স্যারের স্বপ্ন, যা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের প্রতীক। ৯ জুলাইয়ের হত্যাকাণ্ড যেন আইয়্যামে জাহেলিয়াকেও হার মানিয়েছে অপরাধ ছিল কেবল চাঁদা না দেওয়া। আমরা এই স্বপ্নের অবমাননা হতে দেবো না। প্রয়োজনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।"
সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি তুলে ধরেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।