মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বাণিজ্য মেলা শুরু বছরের প্রথম দিন, অংশ নিচ্ছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান

শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২
বাণিজ্য মেলা শুরু বছরের প্রথম দিন, অংশ নিচ্ছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

নতুন বছরের প্রথম দিন তথা রোববার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হবে ২০২৩ সালের বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করার কথা রয়েছে।  

শনিবার (৩১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

মন্ত্রী বলেন, নতুন বছরের পথম দিন (১ জানুয়ারি) বিবিসিএফইসি-এ প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর ২৭তম আসরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।  

এ বছর মেলা থেকে ২০০ কোটি টাকার বেশি স্পর্ট অর্ডারের আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাণিজ্য মেলা আসলে আয়ের জন্য নয়। মূল বিষয় হলো পণ্য প্রদর্শন করে রপ্তানি বাণিজ্যে আমরা কতোখানি কাজে লাগাতে পারি। স্পট অর্ডার যেটা গত বছর ২০০ কোটি টাকার অর্ডার পেয়েছিলাম এ বছর সেটা আরও বেশি হবে বলে আশি করছি। আমাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক অঙ্গণে পরিচয় করিয়ে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আর সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানো।  

রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবছর আমাদের রপ্তানি বাড়ছে। গত বছর আমাদের ৫১ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও আমরা ৬০ বিলিয়ন ডলার রপ্তানি করতে পেরেছি। এ বছর ৬৭ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্রোথ হয়েছে। তারপরও কোভিড পরবর্তী অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতেও আমরা আশা করছি লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন করতে পারব৷ 

এ বছর মেলার পরিধি বাড়ানো হয়েছে। ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলে জানান বাণিজ্যমন্ত্রী । মেলার আকার বাড়বে এবার। গত বছরের তুলনায় ১০০টির বেশি স্টল অংশ নিয়েছে।  

জানা গেছে, এবারের বাণিজ্য মেলায় দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, পাট ও পাট জাত পণ্য, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়া জাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ফার্নিচার ইত্যাদি পণ্য প্রদর্শীত হবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল