স্পোর্টস ডেস্ক:
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ (শুক্রবার)। প্রায় একই সময়ে আরো দুটি লিগ শুরু হতে যাওয়ায় বিপিএলে দেখা যাবে না বিশ্বের তারকাদের। এছাড়া বিপিএলের শুরুতে ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস) থাকছে না। বিকেলে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পায় ৪৬টি ম্যাচের নবম আসর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স এবং সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
প্রায় একইসঙ্গে শুরু হবে আরো দুটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। ১০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগ এসএ২০ শুরু হবে। ১৩ জানুয়ারি শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ‘আইএল টি২০’।
বিপিএল ২০২৩ এর খেলাগুলোকে এবার পাঁচটি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে, এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১২ ম্যাচ শেষে ২৩ জানুয়ারি ঢাকায় শুরু হবে তৃতীয় পর্ব। এ পর্বে ঢাকায় মাত্র দুদিন খেলা শেষে বিপিএল চলে যাবে সিলেটে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে নবম বিপিএলের পঞ্চম ও শেষ পর্ব। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে প্লে-অফের উত্তাপ। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
সময় জার্নাল/এলআর