স্পোর্টস ডেস্ক:
নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী এ ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস জিতে মাশরাফি বলেন, 'আমরা ভালো অনুশীলন করছি, দলে ভালো অলরাউন্ডার আছে, বিদেশি খেলোয়াড়রাও এখানে আছে।'
এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম বলেন, 'প্রথমে ব্যাট করতে পেরে খুশি। স্কোরবোর্ডে একটি ভালো রান যোগাড় করতে হবে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করছি ছেলেরা ভালো করবে। ১৪০-১৫০ এর উইকেট মনে হচ্ছে, সেটাই করতে চাই।'
সময় জার্নাল/এলআর