লাবিন রহমান:
সাংস্কৃতিক সংগঠন নন্দন-এর ২০ বছর পূর্তি উপলক্ষে 'কি লিখি তোমায়' শিরোনামে সোনালী দিনের বাংলা গানের আয়োজন করা হয়।
শুক্রবার ধানমন্ডি ক্লাবে মঙ্গল দ্বীপ জ্বেলে গানের মাধ্যমে সঙ্গীত সন্ধ্যার সূচনা করেন আফসানা রুনা। পরে একে একে গান করেন অরুপ বিশ্বাস, শামীম আরা মুন্নী ও গুলজার হোসেন উজ্জল। নির্ধারিত সঙ্গীত ছাড়াও উপস্থিত দর্শকদের অনুরোধেও সাড়া দেন শিল্পীরা।
জয়ন্ত রায় অনুষ্ঠানটি পরিচালনা করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন নন্দনের পরিচালক ফেরদৌসী কাকলী। শীত উপেক্ষা করে বিপূল সংখ্যক দর্শক শ্রোতা উপভোগ করেন শুদ্ধ সঙ্গীতের এ আয়োজন।
সময় জার্নাল/এলআর