বিনোদন প্রতিবেদক:
বিচ্ছেদের শহরে আমরা রয়ে যাব আমৃত্যু: মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি চলচ্চিত্র ক্যারিয়ারের ব্যস্ত সময়ই বিয়ে করে সংসারী হয়েছিলেন। সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ফের বিয়ে করে নতুন সংসারে সুখের দিন পার করছেন এই চিত্রনায়িকা।
সম্প্রতি বর্তমান সময়ের আরেক নায়িকা পরীমণির সংসারেও ভাঙনের সুর বাজে। ঠিক সেই সময় নিজের অভিব্যাপ্তি প্রকাশ করে মাহি বলেন, ‘বিচ্ছেদের শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’
মাহিয়া মাহি তার ফেসবুকে তার স্বামীকে ইঙ্গিত করে লিখেন, ‘খুব বেশি ভালোবাসা চাইনা, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও, মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো, খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও, টুক টুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল, বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো, বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’
এমআই