জামালপুর প্রতিনিধি :
তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে জামালপুর জেলার নিম্ন আয়ের মানুষরা। সামান্য গরম কাপড়ের খোঁজে ছুটছেন বিত্তবানদের দুয়ারে দুয়ারে। আর এসব অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (৯ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় নিজেদের অর্থায়নে অর্ধশতাধিক ছিন্নমূল মানুষকে এসব কম্বল বিতরণ করেন তারা।
জানা যায়, মানুষকে সচেতন করার লক্ষে ২০২০ সালের ২ জুলাই ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামের সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেওয়া, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়াসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম, সভাপতি আকলিমা আফরোজ আঁখি, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক লিংকন সরকার, অর্থ সম্পাদক হারুন মল্লিক, সহ-অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আহমেদ সুমন। এছাড়াও সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মাজিদুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক হেদায়েতুল্লাহ, রফিকুল ইসলাম, মুক্তাদির, অভয় সাহা, রাহাত, জিন্নাত আলী, তানহা প্রমুখ।
ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন বলেন, যেকোনো দুর্যোগে আমাদের এ সংগঠন কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এই তীব্র শীতে গরম কাপড়ের অভাবে যারা কষ্ট করছেন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি।
সময় জার্নাল/আইপি