ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের জৈষ্ঠ্য প্রফেসর গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ।
সোমবার তিনি বিভাগের সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরোওয়ার মোর্শেদ, বাংলা বিভাগের প্রফেসর ড. গৌতম কুমার দাস, প্রফেসর ড. রবিউল হোসেন, প্রফেসর ড. মনজুর রহমান, প্রফেসর ড. রাশেদুজ্জামান প্রফেসর ড. খন্দকার আরিফা আক্তার উপস্থিত ছিলেন।
বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রফেসর গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ বলেন, ‘সাইদুর রহমান স্যারের হঠাৎ মৃত্যুতে আমার উপর দায়িত্ব অর্পিত হয়। বিভাগের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে যাততীয় কাজ নিষ্ঠার সাথে করে যাওয়ার চেষ্টা করবো। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান। তার মৃত্যুতে সভাপতির পদ শুন্য হওয়ায় বিভাগের জৈষ্ঠ্য প্রফেসর গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদকে এ পদে দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
সময় জার্নাল/