সর্বশেষ সংবাদ
বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা
লাইফস্টাইল ডেস্ক:
বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির শেভিং ব্লেড রয়েছে। অধিকাংশ কোম্পানির শেভিং ব্লেডের ডিজাইন একই রকম। কিন্তু কেন ডিজাইনের ভিন্ন নয়, কৌতূহলী মনে প্রশ্ন থাকা স্বাভাবিক! চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক-
জিলেট রেজারের সঙ্গে ব্লেড ভালোভাবে সেট করার জন্য রেজারের হাতলে স্কু ও নাট-বল্টুর পদ্ধতি রাখা হয়। ওই সময় ব্লেড শুধু শেভিংয়ের জন্য তৈরি হতো। এ জন্য রেজারে ব্লেডটি নিরাপত্তার সঙ্গে সেটের জন্য ব্লেডে তিনটি ছিদ্র রাখা হয়। যা সহজেই রেজারের সঙ্গে খাপ খায়। এদিকে প্রতিষ্ঠানটির রেজার ও ব্লেড বাজার দখল করার পরই অন্যান্য কোম্পানি ব্লেড তৈরি শুরু করে। বাজারে জিলেট রেজার সহজলভ্য হওয়ায় একই নকশায় ব্লেড তৈরি করে অন্য কোম্পানিগুলো। এরপর আর ফিরে তাকাতে হয়নি জিলেট কোম্পানিকে।
/আইপি
এ বিভাগের আরো
এবার অথেনটিক গ্ল্যামার এলো গুলশান পিংক সিটিতে
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল