সময় জার্নাল ডেস্ক : আগামী ১৪ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের স্থল সীমান্তগুলো। এ সময়ের মধ্যে কেউ সীমান্ত পার হয়ে এক দেশ থেকে অন্যদেশে আসতে বা যেতে পারবে না। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা জরুরি প্রয়োজনে ‘বিশেষ অনুমতি’ সাপেক্ষে দেশে ফিরতে পাবেন।
রোববার (২৫ এপ্রিল) রাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে থাকা যেসব ভারতীয় নাগরিক, যাদের ভারতে প্রবেশ করা দরকার তাদের সহায়তার জন্য বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করা হবে।
ভারতীয় নাগরিকরা বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন। আগ্রহী নাগরিকদের ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে।
সময় জার্নাল/আরইউ